Posts

Showing posts from August, 2021

When you are by my side

Image
আমি এমনই। প্রকাশ করতে জানিনা মনের অনেক কথা। আমি ধরেই নিই যা আছে তা তো আছেই। কিন্তু বুঝতে পারি যখন সবচাইতে কাছের মানুষ টা একটু দূরে গিয়ে থাকে।  আমাদের বিয়ে হয়েছে ৫ মাস ১৩ দিন কেবল। আমরা একজন আরেকজনকে চিনি ৮ মাস ১১ দিন কেবল। পছন্দ করেছি, মন থেকে কাছে এসেছি। আমার মন টা ভরে যায় তার দুটো চোখ দেখলে। ও চোখ দিয়ে যেন অনেক কিছু বলে দেয় যা মুখে কখনোই বলবে না। আমি বুঝি। আমি ওকে অনেক টাই বুঝতে শিখেছি।  ও ভেতর থেকে অনেক নরম। পরিস্থিতি বুঝে কিভাবে নিজেকে সামলে নিতে হয় ও অনেক ভালো বোঝে। ও বেশ লাজুক। কিন্তু অকপটে শিখে নিতে পারে নিজের ভুল ত্রুটি শুদ্ধ করতে লজ্জা পায়না একটুও। অনেক কিউট বউ! তুমি সবসময় অনেক সুন্দর। এক এক সময় তোমার সৌন্দর্য ফুটে উঠেছে এক এক রকম। তোমার কলেজ জীবনের ছবি গুলো দেখলে খুব হিংসে হয়, কেন আমি এতদিন তোমায় চিনতাম না। কতো টা বছর কাটিয়ে দিলাম একা। কেন তুমি এত বছর দূরে ছিলে আমার কাছ থেকে?  তোমাকে শাড়ি পড়া দেখলে সত্যিই অসাধারণ সুন্দর লাগে। লিপস্টিক তো যেনো তোমার সৌন্দর্যের এক অনিবার্য অংশ।